মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিলের ম্যাচ
<![CDATA[
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। নাইন সেভেন ফোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায়। প্রিয় দলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
সেলেসাওদের ফেবারিট মানলেও চমকের অপেক্ষায় দক্ষিণ কোরিয়া। থেগোক যোদ্ধাদের হালকাভাবে নেয়ার সুযোগও নেই হেক্সা মিশনের দলটির। এ ম্যাচে নিজেদের সেরাটা না এলে বিশ্বকাপ মিশন এখানেই শেষ হবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। হাইভোল্টেজ ম্যাচটি অনেকেই দেখবেন স্টেডিয়ামে বসে। গ্যালারিতে বসে যাদের খেলা দেখার সুযোগ নেই, তাদের কেউ বেছে নেন টেলিভিশন আবার কারও সুযোগ হয় অনলাইনে খেলা দেখার।
বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব। হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়েছে বিশ্বকাপের উত্তাপ। দেশের ফুটবলপাগলদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে খেলাগুলো।
আরও পড়ুন: পেলের সুস্থতা কামনায় কাতারে অভিনব উদ্যোগ
এ ছড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে ব্রাজিল- দক্ষিণ কোরিয়ার নকআউট ম্যাচ।
পরিসংখ্যানের পাতায় কোনো স্বস্তি নেই দক্ষিণ কোরিয়ার জন্য। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। সেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে।
আরও পড়ুন: বিশ্বকাপে যে দলই জিতুক উৎসব করতে হবে সুক ওয়াকিফে!
বিশ্বকাপে এখনো ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার কোনো ম্যাচ হয়নি; ৬টিই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে শেষ চার দেখায়ই ব্রাজিলের কাছে একাধিক গোলে হেরেছে কোরিয়া। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে তারা দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।
]]>




