মোশাররফ করিমের সঙ্গে রাশেদ সীমান্ত
<![CDATA[
মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম রাশেদ সীমান্ত অভিনয় করেছেন। একঝাঁক তারকা নিয়ে নির্মিত হলো স্বর্ণমানব টেলিফিল্মের ৫ম সিরিজ ‘স্বর্ণমানব-৫: মাই সেকেন্ড হোম’। একজন চোরাচালানি কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তুলল, সেই গল্পই বলা হয়েছে সিরিজে।
গল্পে সেকেন্ড হোম তৈরির নামে যে অর্থ পাচার হয় তা একটা ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে বিপদ ঘাড়ে চেপে বসে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। কোনো এক মনস্তত্ত্বে মোশাররফ করিম অপরাধ জগতে জড়িত হলেও ব্যক্তি মানুষ হিসেবে তার চরিত্রটিতে থাকবে গভীর প্রেম।
আরও পড়ুন: ১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আফরান নিশু
এবারই প্রথম মোশাররফ করিম ও রাশেদ সীমান্তকে দেখা যাবে এই টেলিফিল্মে পরিপূরক চরিত্রে। দীর্ঘসময় নিয়ে শুটিং করা হয়েছে টেলিফিল্মটি। রাজধানীর বিমানবন্দর, রেলস্টেশন, দুটো পাঁচতারকা হোটেল ও দেশের বিভিন্ন এলাকায় টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়। সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালানের চিত্রও উঠে এসেছে গল্পে।
লেখক নিজে শুটিং স্পটে থেকে সরাসরি টেলিফিল্ম নির্মাণে তত্ত্বাবধান করেছেন। তিনি কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সাবেক মহাপরিচালক; বর্তমানে এনবিআরের মেম্বার হিসেবে কর্মরত।
আরও পড়ুন: আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকী রোববার
তিনি বলেন, স্বর্ণমানব টেলিফিল্ম সমাজের নানা অপরাধের বিরুদ্ধে একটি আন্দোলনে পরিণত হয়েছে। দর্শকপ্রিয়তার কারণে ভবিষ্যতেও এর ষষ্ঠ পর্ব নির্মাণ করার ইচ্ছে আছে।
]]>