‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল এওয়ার্ড’ পেলো সময় টিভি
<![CDATA[
দারাজ বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২’ এ ‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল এওয়ার্ড’ পেয়েছে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টেলিভিশন। দেশের ডিজিটাল মিডিয়াগুলোর উদ্ভাবনী চিন্তা ও চর্চা সবার সামনে তুলে ধরতে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ মিডিয়া ইনোভেশন এওয়ার্ডস ২০২২’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে দেশের মিডিয়া খাতের বিভিন্ন শাখা থেকে ২০ সেরা পারফর্মারকে বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। এ সময় মোস্ট ইনোভেটিভ ডিজিটাল এওয়ার্ড পায় সময় টেলিভিশন।
আরও পড়ুন: সময় টিভিতে সংবাদ প্রচার, অনুদান পেল সেই গুঞ্জন পাঠাগার
পুরস্কার প্রাপ্তির বিষয়ে সময় টেলিভিশনের এডিটর (ওয়েব) মাহফুজুর রহমান বলেন, যেকোন প্রাপ্তিই আনন্দের। আজকের এই পুরস্কার সময় টেলিভিশনের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন। এই প্রপ্তি সময় টেলিভিশনকে আরও ভালো ভালো কাজে উদ্যোগী হতে অনুপ্রেরণা যোগাবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরছে গণমাধ্যম। স্বচ্ছতা জবাবদিহিতা সরকার পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনন্য।
তিনি আরও বলেন, দেশীয় সংস্কৃতি চর্চা ও সুস্থ বিনোদনের জায়গা কমে যাওয়া অপসংস্কৃতি ও উগ্রবাদ জায়গা করে নিচ্ছে। এক্ষেত্রে গণমাধ্যমকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দারাজের এমন আয়োজন গণমাধ্যমকে আরও অনুপ্রাণিত করবে। তারা আরও ভালো কাজে আগ্রহী হবে। তিনি গণমাধ্যমকে আরও ভালো কাজ করতে উদ্যোগী হতে আহ্বান জানান।
দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট এফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, গণমাধ্যমকে ভালো কাজে অনুপ্রাণিত করতে এমন আয়োজন নিয়মিত করতে চান তারা।
আরও পড়ুন: ‘গ্রিনম্যান’ অ্যাওয়ার্ড পেলেন সময় টিভির মার্জিয়া মুমু
অনুষ্ঠানে দেশের মিডিয়া খাতের বিভিন্ন শাখা থেকে ২০ সেরা পারফর্মারকে বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। বিজয়ীরা হচ্ছে: ইনোভেটিভ প্রিন্ট লেআউট ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইনোভেটিভ স্পেশাল সাপ্লিমেন্ট ক্যাটাগরিতে ঢাকা ট্রিবিউন, বেস্ট বিজনেস ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস বিজনেস টাইমস, বেস্ট লাইফস্টাইল ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস টুডে, বেস্ট ইউজ অব ইনফোগ্রাফ ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে দৈনিক সমকাল, বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে দীপ্ত টিভি, বেস্ট ডিজিটাল ডাইভার্সিফিকেশন প্রজেক্ট ক্যাটাগরিতে চরকি, বেস্ট কো- ব্র্যান্ডেড অনলাইন প্রজেক্টে দৈনিক যুগান্তর, মোস্ট ইনোভেটিভ ডিজিটাল রিপোর্টে সময় টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম ফর ওমেন ক্যাটাগরিতে ডিবিসি নিউজ, বেস্ট টিভি প্রোগ্রাম (কিডস) ক্যাটাগরিতে দুরন্ত টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (এন্টারটেইনমেন্ট) ক্যাটাগরিতে যমুনা টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (লাইফস্টাইল) ক্যাটাগরিতে এটিএন বাংলা, বেস্ট টিভি প্রোগ্রাম (স্পোর্টস) ক্যাটাগরিতে একাত্তর মিডিয়া লিমিটেড, বেস্ট কান্ট্রি ব্র্যান্ডিং প্রোগ্রাম ক্যাটাগরিতে ইনডিপেন্ডেন্ট টিভি এবং স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চ্যানেল আই, ইত্তেফাক ও ডেইলি স্টার।
]]>




