বিনোদন
মোহাম্মদপুরের তাজমহল রোডের আগুন নিয়ন্ত্রণে
<![CDATA[
রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি ষষ্ঠ তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঘণ্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনকর্মী আফনান ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাজমহল রোডের এই ভবনের চতুর্থ তলায় একটি ট্রাভেল এজেন্সির অফিসে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগুনের সূত্রপাত সম্পর্কে আফনান জানান, ট্রাভেল এজেন্সির রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
]]>




