মৌলভীবাজারে ৩৬ দোকান পুড়ে ছাই
<![CDATA[
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভয়াবহ আগুনে ৩৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকও পুড়ে যায়।
শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার শহরে স্টেশন রোড ও পোস্ট অফিস রোডের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু তাহের মিয়া বলেন, খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে মৌলভীবাজার সদর থেকে আরেকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে উপস্থিত হয়। তিনটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এর অনুসন্ধান চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
]]>




