Moulvibazar (মৌলভীবাজার)জাতীয়
মৌলভীবাজার টিলা কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
টিলার মাটি কাটা অবস্থায় এ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বালুমহাল ও আবাসিক ব্যবস্থাপনা আইনে মামলা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জুড়ি উপজেলা সমাই বাজার এলাকায় টিলা কেটে সমতল করার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। রোববার (১৩ জুন) তাদেরকে এ জরিমানা করা হয়।
বড়লেখা উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সমাই বাজার এলাকায় আব্দুল জব্বার ও জামাল উদ্দিন নামে দুই ব্যক্তি টিলা কেটে সমতল ভূমি তৈরি করছে। সেই সাথে টিলার মাটি ট্রাকযোগে বিক্রি করে দিচ্ছেন।
এ খবরের সত্যতা যাচাইয়ে বড়লেখা উপজেলা প্রশাসনের একটি মোবাইল কোর্ট এ এলাকা পরিদর্শনে যান। এ সময় টিলার মাটি কাটা অবস্থায় এ দুজনকে আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে বালুমহাল ও আবাসিক ব্যবস্থাপনা আইনে মামলা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন জুড়ি উপজেলা সহকারী ভূমি কমিশনার মোস্তাফিজুর রহমান।