ম্যাইউর নতুন নিয়মে বিপদে দে হেয়া
<![CDATA[
খেলোয়াড়দের মধ্যে বৈষম্য দূর করতে নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে কোনো ফুটবলার যদি নতুন করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় তাহলে তাকে এই নিয়ম মেনে নিতে হবে। নতুন এই নিয়মে বিপদে পড়ে গেছেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।
স্যার এলেক্স ফারগুসনের পর থেকে আর কোনো কোচ ম্যানইউকে জেতাতে পারেনি প্রিমিয়ার লিগের শিরোপা। টানা কয়েক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্যও কোয়ালিফাই করতে পারেনি ইংলিশ লিগের অন্যতম সফল এই ক্লাব।
তবে দায়িত্ব নেয়ার পর থেকে দলের কাঠামো পরিবর্তনে কাজ শুরু করেছেন কোচ এরিক টেন হ্যাগ। খেলোয়াড়দের মাঝে বৈষম্য দূর করতে তাদের বেতনের লাগাম টেনে ধরেছেন কোচ এরিক টেন হাগ। নতুন নিয়ম অনুযায়ী ২ মিলিয়ন ইউরোর বেশি বেতন দেয়া হবে না কোনো ফুটবলারকে। কোনো ফুটবলারকে অতিরিক্ত দাম দিয়েও কিনবে না ক্লাবটি।
আরও পড়ুন: গার্দিওলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে গ্রিলিশের
ক্লাবের যেসব ফুটবলাররা ২ মিলয়ন ইউরোর বেশি বেতন পায় তাদের জন্যেও নতুন বেতন কাঠামো তৈরি করবে ক্লাবটি। আর এই কাঠমোতে কেউ রাজি না হলে তাকে ছাড়তে হবে ক্লাব। এই নিয়মের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দীর্ঘদিন ধরে গোলরক্ষকের দায়িত্ব পালন করা দে হেয়া।
বর্তমানে রেড ডেভিলদের হয়ে সর্বোচ্চ ৩.৭৫ মিলিয়ান ইউরো বেতন পান এই স্প্যানিশ গোলরক্ষক। গেল মৌসুমে প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব ছাড়ার আগের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সপ্তাহে ৩.৮৫ মিলিয়ন ইউরো বেতন পেতেন রোনালদো।
আরও পড়ুন: ইনজুরিতে ছিটকে গেলেন লিভারপুল অধিনায়ক
এদিকে প্রিমিয়ার লিগের চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এসেছে দলটি।
]]>




