ম্যাচ হেরে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল
<![CDATA[
রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু ভিয়ারিয়ালের কাছে হেরে সুযোগ হাতছাড়া করেছে লস ব্লাঙ্কোসরা।
শনিবার (৭ জানুয়ারি) লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে হয় ম্যাচের গোলগুলো।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ভিয়ারিয়াল। রিয়ালের লেফটব্যাক ফারল্যান্ড মেন্ডির ভুলে বল পেয়ে যান দানি পারেহো। তার পাস থেকে বল পান জেরার্দ মোরেনো। তার পা ঘুরে বল যায় ইয়েরি পেনার কাছে। তার শট মেন্দির গায়ে লেগে দিক বদলে গোলে ঢুকে যায়।
আরও পড়ুন:অবসরে যাচ্ছেন স্প্যানিশ রেফারি লাহোজ!
এর দুই মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। সে দফায় সুযোগ নষ্ট করলেও ৫৬ মিনিটে দলকে পেনাল্টি এনে দেন তিনি। আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করেন ভিনিসিউস জুনিয়র। শুরুতে আমলে না নিলেও রিয়ালের খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে ৬০ মিনিটে দলকে সমতায় ফেরান বেনজেমা। লিগে এটি তার অষ্টম গোল।
এর দুই মিনিট পরই ফের এগিয়ে যায় ভিয়ারিয়াল। এবার পেনাল্টি পায় ইয়েলো সাবমেরিনরা। রিয়ালের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা বক্সে পড়ে যাওয়ার সময় হাতে বল লাগান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেরার্ড মোরেনো।
আরও পড়ুন:কার্ডের বন্যার ম্যাচে পয়েন্ট খোয়াল বার্সেলোনা
ম্যাচের বাকি সময়েও আধিপত্য ধরে রাখে ভিয়ারিয়াল। যোগ করা সময়ে দলকে বড় হার থেকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। আর শেষ বাঁশি বাজানোর কয়েক মুহূর্ত আগে ৪০ গজ দূর থেকে দানিয়ুমার নেওয়া শট আরেকবার ঠেকান তিনি।
এই হারে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনাো ৩৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ভিয়ারিয়াল।
]]>