খেলা

ম্যাজ জেতাতে না পারলেও কোহলির জার্সি পেলেন মিরাজ

<![CDATA[

মিরপুর টেস্টে বাগে পেয়েও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে স্বল্প পুঁজিতেই ভারতকে প্রায় বধ করে ফেলেছিল টাইগাররা। তবে ৩ উইকেটের হারে হতাশায় পুড়তে হয়েছে টাইগারদের। তাতে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হয়েছে তাদের। এমন হতাশার দিনটা অবশ্য দারুণ একটা উপলক্ষ হয়ে এসেছে মিরাজের সামনে। ভারতের কিংবদন্তী বিরাট কোহলি নিজের জার্সি উপহার দিয়েছেন বাংলাদেশের এই অফস্পিনারকে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যেতে হয়েছে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে মাত্র ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল শক্তিশালী ভারত। জয় না পেলেও এই টেস্টে টাইগারদের পারফরম্যান্স বেশ প্রশংসা কুড়োচ্ছে। তবে জয়ের সূবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় টাইগারদের শরীরী ভাষায় ছিল স্পষ্ট হতাশার ছাপ। ব্যতিক্রম ছিলেন না পাঁচ উইকেট পাওয়া মিরাজও।

 

তবে মিরাজের মুখে হাসি ফুটিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। সিরিজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে নিজের জার্সি মিরাজকে উপহার দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। নিজের অটোগ্রাফসহ ভারতের ওয়ানডে দলের জার্সিটি মিরাজের হাতে তুলে দেন তিনি, যার পেছনের অংশ কোহলি মিরাজকে শুভকামনা জানিয়ে ইংরেজিতে লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’

আরও পড়ুন:ভারতের বিপক্ষে হেরেও সন্তুষ্ট সাকিব

জার্সি উপহার দেয়ার সময় কোহলি মিরাজের সঙ্গে মজা করেছেন বলেও জানিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার। ভারতীয় ব্যাটার তাকে মজা করে বলেন, ‘আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস!’

মিরাজ আরও জানান, টেস্ট সিরিজের আগে যখন ওয়ানডে সিরিজ চলছিল তখন তিনি কোহলির কাছে তার জার্সি উপহার চেয়েছিলেন। মিরাজ বলেন, ‘আমিই তার কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজ তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন।’

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে দলের জয়ের নায়ক ছিলেন মিরাজ। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!