ম্যাড়মেড়ে প্রথমার্ধ শেষে বিরতিতে গেল জাপান-কোস্টারিকা
<![CDATA[
ম্যাড়মেড়ে প্রথমার্ধ কাটিয়েছে জাপান ও কোস্টারিকা। প্রথমার্ধে দুদলের কেউই আহামরি কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার আগে গোলশূন্য স্কোরলাইনই সঙ্গী হয়েছে তাদের।
নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছিল জাপান। কিন্তু কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচের মতো খেলতে পারেনি তারা। জাপান শিবিরে বলার মতো চাপ তৈরি করতে পারেনি কোস্টারিকাও। আগের ম্যাচে স্পেনের বিপক্ষে তারা হেরেছিল ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
আরও পড়ুন: আজ থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু: মেসি
আহমেদ বিন আলি স্টেডিয়ামে রোববার (২৭ নভেম্বর) প্রথম ২০ মিনিটে দুদলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের জন্য সেগুলো যথেষ্ট ছিল না। ২৩ মিনিটের সময় কাউন্টার অ্যাটাকে যায় কোস্টারিকা। বাঁ-প্রান্ত থেকে বল নিয়ে দৌড়ি ডি বক্সের ভেতর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। ফলে নষ্ট হয় গোলের সুযোগ।
আরও পড়ুন: ফোলা পায়ের ছবি শেয়ার করলেন নেইমার
৩৬ মিনিটের সময় বল নিয়ে মুহূর্তের মধ্যে কোস্টারিকার প্রান্তে আসে জাপান। সেই বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাক তৈরি করে কোস্টারিকা। জাপান সেই আক্রমণ থামায় ফাউলের বিনিময়ে। পরমুহূর্তে জাপানের দুর্বল একটি শট গ্লাভসবন্দি করেন কেইলর নাভাস।
]]>




