বিনোদন

ম্যানইউতে আমি প্রতারণার শিকার: রোনালদো

<![CDATA[

ম্যানচেস্টার ইউনাইটেডে গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এরিক টেন হ্যাগের ফুটবল দর্শনের সঙ্গে না মেলায় চলতি মৌসুমের বেশিরভাগ সময় পর্তুগিজ তারকাকে কাটাতে হয়েছে বেঞ্চে। এ নিয়ে রোনালদোর মধ্যে বেশ ক্ষোভও দেখা যায়। এবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান দেয়া সাক্ষাতকারে সে ক্ষোভ একেবারে উগড়ে দিলেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার (১৪ নভেম্বর) ভোরে মরগানকে দেয়া বিশেষ সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চেয়েছিল। শুধু ম্যানেজার-ই নয়, ক্লাবের দায়িত্বে থাকা অন্যরাও একই চেষ্টা করেছে। আমি প্রতারণার শিকার হয়েছি।’

য়্যুভেন্তাস থেকে প্রিমিয়ার লিগে পাড়ি দিয়ে গত মৌসুমে ম্যানইউর হয়ে ৩০ ম্যাচে ১৮ গোল করেন রোনালদো। তাতে ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা গোলদাতার তালিকায় তৃতীয় হন তিনি। এরপরও ক্লাবের অনেকেই নাকি চেয়েছিলেন তিনি যেন ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চলে যান।

আরও পড়ুন: মেসিদের বিশেষ বার্তা দিলেন বিশ্বকাপ মিস করা লো সেলসো

রোনালদো বলেন, ‘কিছু মানুষ আমাকে ম্যানচেস্টার ইউনাইটেডে চায় না, এমনটাই আমার মনে হয়। শুধু এ বছরেই না, গত মৌসুমেও তারা আমাকে চাননি।’

এদিকে চলতি মৌসুমে ম্যানইউর দায়িত্ব নেয়ার পর থেকে টেন হ্যাগের অধীনে সবচেয়ে অবহেলিত রোনালদো। অবশ্য হাই প্রেস ফুটবলে বিশ্বাসী হ্যাগ যে রোনালদোকে তার পছন্দের একাদশে রাখবেন না এ গুঞ্জন ছিল মৌসুমের শুরুতেই।

চলতি মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে তিনি স্কোয়াডে জায়গা পেয়েছেন ১২ ম্যাচে। এর মধ্যে দুই ম্যাচে তাকে মাঠেই নামানো হয়নি। আর পুরো ৯০ মিনিট খেলেছেন মাত্র তিন ম্যাচে। ৬ ম্যাচেই ছিলেন না শুরুর একাদশে। গত মাসে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে না নামানোয় রাগ দেখিয়ে রোনালদো মাঠ ছেড়ে চলে যান। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে পরের ম্যাচে তাকে বরখাস্ত করে ক্লাব।

আরও পড়ুন: কোন দল কবে পৌঁছাবে কাতার

দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে টেন হ্যাগই এমন নির্দেশ দিয়েছেন বলে শোনা যায়। সময় যত গড়াচ্ছে, রোনালদো ও টেন হ্যাগের একে অপরকে অপন্দ করার বিষয়টি বার বারই ফুটে উঠছে গণমাধ্যমে। এবার মরগানকে দেয়া সাক্ষাতকারে সেটি সরাসরিই বলে ফেললেন রোনালদো।

তিনি বলেন, ‘এরিক টেন হ্যাগের জন্য আমার কোনো শ্রদ্ধাবোধ নেই। বিষয়টা সহজ, কারণ সেও আমাকে কোনো সম্মান দেখায় না।’

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!