ম্যানসিটির কাছে হেরে বিদায় আর্সেনালের
<![CDATA[
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি থেকে ৫ পয়েন্টের লিড নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। তবে এফএ কাপের চতুর্থ রাউন্ডের দেখায় ১-০ গোলে হেরে গেল গানাররা। ম্যাচের একমাত্র গোলটি করেন সিটির ডিফেন্ডার নেথান আকে।
সিটিজেনরা বলতে গেলে সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল। তবে এদিন সিটির জয়ের নায়ক হলেন দলের ডেনিশ ডিফেন্ডার নেথান আকে। ম্যাচের প্রথম হাফে গোলশূন্য থাকার পর, দ্বিতীয় হাফের ১৯তম মিনিটে গোলটি করেন আকে।
ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের ভেতর বল নিয়ে ঘোরাঘুরি করতে থাকে ম্যানসিটির খেলোয়াড়রা। হঠাৎ জ্যাক গ্রিলিশের পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার।
আরও পড়ুন: বছর সেরা ফুটবলার মেসি, সেরা পঞ্চাশের বাইরে রোনালদো
এরপর দুই দলই বেশকিছু আক্রমণের পসরা সাজিয়েছিলও। তবে গোলরক্ষকদের দৃঢ়টায় কোনো দলই গোল হজম করেনি আর। ফলে এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। আর এই হারে এফএ কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল আর্সেনালের।
আকের গোলটি ছিল প্রশংসা করার মতোই। তাই ম্যাচ শেষে কোচ তাকে প্রশংসায় ভাসায়। ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, ‘আকের কী একটা মৌসুমই না যাচ্ছে। সে ব্যতিক্রমী এক ব্যক্তি। এমন সময় গেছে, সে খেলার সুযোগ পায়নি। এ নিয়ে ওর কোনো অভিযোগ ছিল না। একজন কোচ হিসেবে আপনি আগের মতো খেলোয়াড়কে দলে চাইবেন। জীবনের সব ভালোই ওর প্রাপ্য।’
]]>