যশোরে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক
<![CDATA[
যশোরে অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার চাঁচড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জিয়াউর রহমান জিয়ার ছেলে অনিক ও বেজপাড়া নলডাঙ্গা রোডের হাশেম মিয়ার ছেলে সাগর।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার চাঁচড়া মোড় এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। এরপর ডিবির একটি টিম অভিযান চালিয়ে সেখান থেকে অনিক ও সাগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যশোরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কালা জনি গ্রেফতার
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে অস্ত্র-গুলি নিজেদের দখলে রেখে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে। এ ঘটনায় তাদের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
]]>