যশোরে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার
<![CDATA[
যশোরের শার্শা উপজেলার মহিষকুড়া থেকে অস্ত্র ও গুলিসহ তিন তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার( ২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন মহিষাকুড়া গ্রামের মৃত- নূর আলী মন্ডলের ছেলে শাহাবাজ মন্ডল, আবেদার রহমান মোল্লার ছেলে জসিম উদ্দিন ও আমীর আলী মোড়লের ছেলে সাহেব আলী ওরফে বিল্লাল।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপম কুমার সরকার জানান, বেনাপোল পোর্ট থানার একটি হত্যা মামলার আসামি ধরতে রাতে অভিযানে বের হয় পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: উখিয়ার-গহীন-বনে-অস্ত্র-ড্রেজার-মেশিন-উদ্ধার
এ সময় শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রাম থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী শাহাবাজ মন্ডল, জসিম উদ্দিন ও সাহেব আলী ওরফে বিল্লালকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে মহিষাকুড়া দক্ষিনপাড়াস্থ ইউনুচ আলী মন্ডলের বিচলী গাদার মধ্য থেকে একটা দুনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি রূপম কুমার সরকার আরো জানান, আসামিরা ইউপি মেম্বার বাবলু হত্যা মামলার আসামি। তাছাড়া আসামিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র-বিস্ফোরক, চাঁদাবাজি, মাদকের ১৯টা মামলা রয়েছে।
]]>