যশোরে একদিনে আরও ৩১ ডেঙ্গু রোগী শনাক্ত
<![CDATA[
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার তিনটি সরকারি হাসপাতালে ৬৭ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ৫১ জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি দে জানান, গত ২৪ ঘণ্টায় যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ২৬ জন ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত মোট ৪৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৭ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালের ১১ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: বরিশালে একদিনেই হাসপাতালে ভর্তি ২২ ডেঙ্গু রোগী
তিনি আরও জানান, অভয়নগর উপজেলার কয়েকটি গ্রামে ডেঙ্গু বেশি ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের চিকিৎসা দেয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে।
]]>




