বাংলাদেশ

যশোরে চুরির ১৫৩ বস্তা চাল পাবনায় উদ্ধার, গ্রেফতার ১০

<![CDATA[

যশোর থেকে চুরি হওয়া ১৫৩ বস্তা চাল পাবনা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে চাল বিক্রির এক লাখ ১৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পাবনার আমিনপুর থানা এলাকা থেকে চালগুলো উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শৈলাবুনিয়া গ্রামের ইয়াকুব মৃধা, বরগুনা জেলার আমতলী উপজেলার হলুদিয়া গ্রামের রুবেল (২৭), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার (৪৫), বরগুনার উত্তর ঘোপখালী গ্রামের মহসীন (৩১) একই জেলার আমতলী আরপাঙ্গাশিয়ার ফেরদৌস হাওলাদার (২৮), পাবনা জেলার আমিনপুর উপজেলার আমিনপুর বাজার এলাকার সেলিম ওরফে ক্যারফা সেলিম (৫৪), একই জেলার চকঘরিয়া এলাকার আবদুর রাজ্জাক (৪০), চরপাড়া গ্রামের রুবেল প্রামাণিক (৩০), হযরত প্রামাণিক (৩৫) ও আমিনপুর বাজারের এস এম রফিকুল ইসলাম (৪১)।

আরও পড়ুন: পাবলিক টয়লেটে মিলল সরকারি ৭ বস্তা চাল!

যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, গত ১৯ জুলাই যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মাহবুবুর রহমানের দোকান থেকে ১৫৩ বস্তা চাল চুরি হয়ে যায়। এ সময় চোরেরা ক্যাশ থেকে নগর ৬০ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় তিনি শার্শা থানায় মামলা করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মামলাটি তদন্তের ভার দেয়া হয় ডিবি পুলিশকে।

‘ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ইয়াকুব মৃধা, শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে আটক করে। পরে তাদেরকে সঙ্গে নিয়ে পাবনা জেলার আমিনপুর থানা এলাকায় ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে সেলিম ওরফে ক্যারফা সেলিম, আ. রাজ্জাক, রুবেল প্রামাণিক, হযরত প্রামাণিক ও এসএম রফিকুল ইসলামকে গ্রেফতার করে। 

আরও পড়ুন: ‘গরিবের ১০ কেজি চাল অনেক কিছু’

তিনি আরও জানান, তাদের দেয়া তথ্য মতে, আসামি রুবেলের কাছ থেকে ২৫ কেজির ২৪টি চালের বস্তা, খালি ১২ পিস বস্তা ও চাল বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, হযরত প্রামাণিকের কাছ থেকে ৫০ কেজির ৭ বস্তা চাল, চাল বিক্রির এক লাখ টাকা ও খালি ১০টি বস্তা এবং রফিকুল ইসলামের কাছ থেকে ২৫ কেজির ৮৬ বস্তা চাল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি, চুরির মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান রুপম কুমার সরকার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!