যশোরে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
<![CDATA[
যশোর-বেনাপোল সড়কের লাউজানি এলাকার একটি ধানক্ষেত থেকে শাহনাজ বেগম (৫০) নামে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অজ্ঞাত হিসেবে ওই নারীর উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
নিহত শাহনাজ বেগম শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান এলাকার সাবেক ইউপি সদস্য। তিনি ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান রাজের মা।
আরও পড়ুন: মা-বাবার ওপর রাগ করে নিখোঁজ, ধানক্ষেতে মিলল মরদেহ
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে জাফরানি রংয়ের পাজামা ও হালকা বেগুনি রংয়ের জামা এবং মরদেহের পাশে দুটি পানির বোতল পড়ে ছিল।
আরও পড়ুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল রিফাতের
ওসি আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে। ওই নারীর শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
]]>




