যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০
<![CDATA[
লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলের পাশে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় সংলগ্ম স্থানে এ ঘটনা ঘটে। আহত সবাই রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে নিশিতা ও রেশমা বেগমকে ভর্তি করা হয়। এ ঘটনায় রায়পুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, চরকাছিয়া গ্রামের ব্যবসায়ী রাসেলের পরিবারের সঙ্গে তার নিকটতম প্রতিবেশি দক্ষিণ চরবংশী ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনির হোসেন মোল্লাসহ তার লোকদের সাথে স্কুলের পাশে যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। এ রাস্তাটি নিয়ে প্রায় ৫ মাস আগেও সংঘর্ষ হয় এবং রাসেল গংরা মনির মোল্লা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।
শুক্রবার বিকালে ওই জায়গার পাশের জমিতে ইটের দেয়াল নির্মাণ করছিলেন রাসেলের পরিবার। সংবাদ শুনেই আ’লীগ নেতা মনির মোল্লা ও তার অনুসারী বাবুল মোল্লাসহ তাদের লোকজন এসেই ভাংচুর চালায়। একপর্যায়ে উভয়ের মধ্যে এ নিয়ে তর্ক-বির্তকের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার
রাসেলরা আরও জানান, ৪০ বছর ধরে তাদের এ জমির উপর দিয়ে তারা চলাচল করেন। হঠাৎ এক বছর আগ থেকে মনির মোল্লা স্কুলের রাস্তা দাবি করে একবার রাস্তা বন্ধ করে দেন। পরে ইউনিয়ন পরিষদে ও ইউএনও কার্যালয়ে বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হয়। শুক্রবার বিকালে ওই জমিতে ইটের দেয়াল করতে গেলে মনির মোল্লার লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা আমাদের মারধর করে।
অভিযুক্ত মনির হোসেন মোল্লা উল্টো অভিযোগ করে বলেন, ৫ মাস আগে স্কুলের জমির ওপর রাস্তা দিয়ে রাসেলরা জোরপূর্বক দোকান নির্মাণ করলে শিক্ষার্থীরা বাধা দিয়েছিলো। এ নিয়ে মারামারি ও একাধিকবার বৈঠক হয়েছে। আজ আবার তারা স্কুলের জমিতে ইটের দেয়াল নির্মান করতে গেলে বাধা দিলে তারা আমাকেও আহত করে।
এ ব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া জানান, একপক্ষ থানায় এসে অভিযোগ জমা দিয়েছেন। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
]]>