যাত্রী সেজে অটোরিক্সা চালকের কব্জি কেটে বিচ্ছিন্ন
<![CDATA[
কক্সবাজারের মহেশখালীতে মোকারম হোসেন (২৫) নামের এক অটোরিক্সা চালকের ডান হাতের কব্জি কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
ওসি জানান, যাত্রী সেজে অটোরিক্সা ভাড়া করে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত দুইজন চালকের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে কুপিয়ে আহত যুবকের ৮ দিন পর মৃত্যু
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে ওসি জানান, আব্দুর রহিম লইক্যা নামের এক ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে জানিয়েছে ভুক্তভোগী মোকারম।
কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোকারম হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত আব্দুর রহিমকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি প্রণব।
আহত মোকারম হোসেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা চালিয়াতলী গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
]]>




