খেলা

‘যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না’

<![CDATA[

স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইসলাম কোনো মানবতা বিরোধী কাজে সমর্থন করে না। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। কোনো সুস্থ মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয়ে করনীয় শীর্ষক ইমাম সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আরও পড়ুন: উন্নত জীবনযাত্রার জন্য পরিকল্পিত নগরায়ন আবশ্যক: তাজুল ইসলাম

বিকেলে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ইমামতির বাইরেও ইমামরা ইসলামী বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। কুরআনে আমাদের জীবন বিধানের সকল বিষয় স্পষ্টভাবে রয়েছে। কুরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদের সাবধান হতে হবে। ইমামগণ ইসলামের ভুল ব্যাখা রোধে বড় ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।’

প্রধান অতিথি আরও উল্লেখ করেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।  মদ, জুয়া এগুলো নিষিদ্ধ করেছেন।’

আরও পড়ুন: ধনী-গরিব সবার জন্য বাংলাদেশ: তাজুল ইসলাম

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক তারেক এবং ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন৷

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!