যিশুর সঙ্গে টুইটারে ভেরিফায়েড হলো শয়তান!
<![CDATA[
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার কেনার পর থেকেই নানাভাবে সমালোচিত এই প্ল্যাটফর্মটি। মূলত ৮ ডলারে ‘ব্লু টিক’ সেবা চালুর পর প্ল্যাটফর্মটিতে ছড়িয়ে পড়ে বহু ভুয়া অ্যাকাউন্ট। সেবাটি চালুর পর ‘যিশু খ্রিষ্টের’ পাশাপাশি টুইটারে ভেরিফায়েড হয়েছে ‘শয়তান’ও। খবর দ্য ইকোনমিস্ট টাইমসের।
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি ভুয়া অ্যাকাউন্ট বাড়তে থাকায় ‘ব্লু টিক’ সেবাটি স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ। মূলত এই সেবা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন।
ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর আট ডলারের ‘ব্লু টিক’ সেবাটি চালু করে। এর পরই ছড়িয়ে পড়ে বহু ভুয়া অ্যাকাউন্ট। যার পরিপ্রেক্ষিতে যিশু খ্রিষ্টের অ্যাকাউন্টটি ব্যবহারকারীদের চোখে পড়ে। যেটি নিয়ে চরম হাস্যরসের সৃষ্টি হয়।
যিশু খ্রিষ্টের অ্যাকাউন্টটি নিয়ে আলোচনা-সমালোচনা শেষ হতে না হতেই দেখা যায় শয়তানের ভেরিফায়েড অ্যাকাউন্ট। ‘স্যাটান’ নামের প্যারোডি অ্যাকাউন্টের বায়োতে বলা হয়েছে, শয়তান অশুভ নয়, একে ভুল বোঝা হয়েছে।
আরও পড়ুন: টুইটারে ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়ায় আট ডলারের ‘ব্লু টিক’ কেনা স্থগিত
অ্যাকাউন্টটির লোকেশন হিসেবে দেয়া হয়েছে নরক। এতে শয়তানের প্রতিমূর্তি হিসেবে দৈত্যাকার শিংওয়ালা এক পুরুষের ছবি ব্যবহার করা হয়েছে।
এর আগে যিশু খ্রিষ্টের অ্যাকাউন্টটির বায়োতে যিশুকে কাঠমিস্ত্রি, নিরাময়কারী ও ঈশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে। অ্যাকাউন্টের লোকেশন দেখানো হয়েছে ইসরাইল। ব্যবহারকারীরা অ্যাকাউন্টধারীকে কেন ভুয়া মনে করছে, সে প্রশ্নও করা হয়েছে এক টুইটে।
সম্প্রতি ‘ব্লু টিক’ সেবাটি স্থগিত করার পর ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে জানা যায়, টুইটার প্ল্যাটফর্মে গেলেও টুইটার ‘ব্লু টিক’ সাবস্ক্রিপশন ফিচারটি এখন আর দেখা যাচ্ছে না। টুইটারের নিত্যনতুন ফিচার চালু করা নিয়ে এর ব্যবহারকারীদের মধ্যে এরই মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: টুইটার নিয়ে কর্মীদের ভয়ংকর বার্তা দিলেন ইলন মাস্ক
টুইটারের পক্ষ থেকে মাসিক আট ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ‘ব্লু টিক’ দেয়ার কথা বলা হলেও ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়ার কারণে সেবাটি স্থগিত করেছে তারা। নতুন পরিষেবা চালুর পর থেকেই একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং তা বড় বড় ব্র্যান্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট বলে দাবি করা হচ্ছে।
টুইটারের পক্ষ থেকে আরও বলা হয়, সম্প্রতি সেবাটি চালু হওয়ার পর একাধিক সেলিব্রেটি ব্যক্তিত্বের নামেও তৈরি হয়েছে ভুয়া অ্যাকাউন্ট এবং সেগুলোর সাবস্ক্রিপশন নিয়ে তা ভেরিফায়েড অ্যাকাউন্টও বানিয়ে নেয়া হয়েছে রাতারাতি। এ সমস্যা দূর করতেই সেবাটি বন্ধ করেছে তারা।
]]>




