যুক্তরাজ্যে মূল্যস্ফিতি আরও বাড়ার আশঙ্কা
<![CDATA[
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং দ্বারা ঘোষিত সংক্ষিপ্ত বাজেটের সমালোচনা করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোয়াসি কোয়ার্টেং ট্যাক্স কমানোর যে পরিকল্পনা করেছেন মূলত তারই সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এতে যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় সংকট বাড়াবে। অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়ের ঘোষণা দেন।
কোয়াসি মোট ৪৫ বিলিয়ন পাউন্ড কর ছাড় দেওয়ার ঘোষণা দেন৷ এই কর ছাড় ধনীদের বিভিন্নভাবে উপকৃত করবে বলে অভিযোগ ওঠেছে। এই পদক্ষেপের ফলে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্য রেকর্ড হারে হ্রাস পেয়েছে।
আইএমএফ জানিয়েছে, যুক্তরাজ্যে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে। আইএমএফের সর্বশেষ মূল্যায়ন অনুসারে বছরের শেষ পর্যন্ত ১১ দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতি থাকতে পারে। তবে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে এর মাত্রা ৯ এর ঘরে থাকতে পারে।
যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুসারে, আগস্টে দেশটির উৎপাদন খাত ও গ্রাহকভিত্তিক ব্যবসা-বাণিজ্য কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। এতে অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। আইএমএফ সতর্ক করেছে সরকারকে উচ্চ মূল্যের প্রভাব বলয় থেকে বের করে নিয়ে এসে ন্যূনতম সচ্ছলতা দিতে হবে ।
আরও পড়ুন: যুক্তরাজ্যে-জ্বালানী-তেলের-মূল্য-বৃদ্ধি-সঙ্কটের-আশঙ্কা
দরিদ্র পরিবারগুলি প্রায়শই খাদ্য, গরম এবং জ্বালানীতে অন্যদের তুলনায় তুলনামূলকভাবে বেশি ব্যয় করে। ইউক্রেন আক্রমণের পরে জ্বালানী এবং শস্য রপ্তানি সীমিত করা হয়েছে বলে অঞ্চলগুলোতে দাম বেড়ে গেছে ।
এছাড়া ইউরোপে যেসব দেশ রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে আইএমএফের মতে, যুক্তরাজ্যের মত বড় একটি অর্থনীতির দেশের জন্যে নেয়া পদক্ষেপগুলো অস্বাভাবিক৷ এসব নীতির ফলে দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার পাশাপাশি বৈষম্যও বৃদ্ধি পেতে পারে বলে আশংকা সংস্থাটির৷
]]>