যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূতকে ফের তলব ইরানের
<![CDATA[
যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে অন্তত পাঁচবার তলব করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চলমান বিক্ষোভ, সন্ত্রাস ও অস্থিরতায় যুক্তরাজ্য সমর্থন দিয়ে যাচ্ছে। উস্কানির অভিযোগে জার্মান রাষ্ট্রদূতকেও তলব করা হয়। এছাড়া ফ্রান্স, নরওয়ে ও ডেনমার্কের রাষ্ট্রদূতদেরও বেশ কয়েকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকে ইরান।
পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর সেপ্টেম্বর থেকে ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে সহিংসতায় তিন শতাধিক মানুষ প্রাণ হারায়। তারপরও দমে না গিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইরানের সাধারণ জনগণ। তবে এসবের পেছনে বিদেশি শত্রুর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে আসছে দেশটির সরকার। চলমান বিক্ষোভ, সন্ত্রাস ও অস্থিরতায় যুক্তরাজ্য সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১০ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ডেকেছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে অন্তত পাঁচবার তলব করল ইরান।
শুধু যুক্তরাজ্য নয়, গত সেপ্টেম্বর থেকে জার্মান রাষ্ট্রদূত মুজেলকে অন্তত চারবার তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বিক্ষোভকারী মোহসেন শেকারির মৃত্যুদণ্ডের সমালোচনা করেছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তার সেই সমালোচনারও প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলেও উল্লেখ করা হয়। এ ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকেও তলব করেছে জার্মানি।
আরও পড়ুন: ইরানবিরোধী বিবৃতিতে শি জিনপিংয়ের অংশগ্রহণ, রাষ্ট্রদূতকে তলব
যুক্তরাজ্য, জার্মানি ছাড়া অস্ট্রেলিয়ারও নিন্দা জানিয়েছে ইরান। বিক্ষোভের জেরে ইরানের নৈতিকতা পুলিশ ও আধা সামরিক বাহিনী বাসিজসহ বেশ কয়েকজন ব্যক্তি ও দুটি সংস্থার ওপর অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানিয়ে বলে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সহিংসতা ও ঘৃণাকে উস্কানি দিচ্ছে অস্ট্রেলিয়া।
এছাড়া বিক্ষোভকে কেন্দ্র করে ইরানবিরোধী অবস্থান নেয়ার অভিযোগে ফ্রান্স, নরওয়ে ও ডেনমার্কের রাষ্ট্রদূতদেরও বেশ কয়েকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছে ইরান।
]]>