যুক্তরাষ্ট্রের ওটিটিতে নুহাশ
<![CDATA[
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজের ছাপ ফেলেছেন আগেই। কেবল বাবার নামের পরিচয়ে নয়, গড়ে তুলেছেন নিজের আলাদা জগৎ। তিনি নুহাশ হুমায়ূন। যার প্রাপ্তির মুকুটে যুক্ত হতে যাছে আরেকটি পালক।
যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুর জন্য বাংলাদেশি কন্টেন্ট বানিয়েছেন নুহাশ হুমায়ূন। যার নাম খুব জলদি হুলু কর্তৃপক্ষ প্রকাশ করবে। বাংলা ও ইংরেজি ভাষায় প্রজেক্টটি নির্মাণ করা হয়েছে। নুহাশ জানান, এটি কোনো ওয়েব সিরিজ নয়, একক কনটেন্ট। এর আগে ভারতীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের কনটেন্ট মুক্তি পেলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বাংলাদেশি কনটেন্ট।
আরও পড়ুন: শুভ জন্মদিন আবুল হায়াত
এই তরুণ নির্মাতা জানান, এ বছরের মাঝামাঝি দুই হলিউড এজেন্সি অ্যানোনিমাস কন্টেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট’ এজেন্সির (সিএএ) সঙ্গে চুক্তি সই করেন তিনি। তাদের মাধ্যমেই হুলুতে কাজের সুযোগ পেয়েছেন তিনি। তিনি আরও জানান, যে কন্টেন্টটি তিনি নির্মাণ করেছেন, তা বাংলা ওম ইংরেজি উভয় ভাষায়ই দেখা যাবে।
আরও পড়ুন: চরকির নতুন ছবি ‘ক্যাফে ডিজাইয়্যার’
পরিচালনার পাশাপাশি কন্টেন্টটি পরিচালনাও করেছেন নুহাশ। জানা যায়, বাংলাদেশি শিল্পীদের নিয়ে বাংলাদেশেই শুটিং সেরেছেন নুহাশ এবং চূড়ান্ত খসড়া হুলু কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। এখন অপেক্ষা অফিশিয়াল ঘোষণার।
সম্প্রতি নুহাশের হরর শর্টফিল্ম বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে। বলতে গেলে সাফল্যের দিক দিয়ে সপ্তম আসমানে রয়েছেন হুমায়ূনপুত্র।
]]>