যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব
<![CDATA[
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম আবারও বাড়াচ্ছে সৌদি আরব। সব মার্কিন গ্রেডের জন্য প্রতি ব্যারেল শূন্য দশমিক ২০ ডলার বাড়িয়েছে সৌদি আরামকো। তবে ইউরোপের বাজারের জন্য তেলের দাম কমিয়েছে তারা। এ ছাড়া সৌদি আরব তাদের প্রধান বাজার এশিয়ার জন্য তেলের দাম অনেকাংশেই স্থিতিশীল রেখেছে।
দীর্ঘমেয়াদি চুক্তির অধীন সৌদি আরব তাদের বেশির ভাগ তেল এশিয়ায় বিক্রি করে থাকে। যার মূল্য প্রতি মাসেই পর্যালোচনা করা হয়। দেশটির সবচেয়ে বড় ক্রেতা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত।
রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদক সৌদি আরামকো এশিয়ার বাজারে নভেম্বর মাসে চালানের জন্য আরব লাইট ক্রুডের দাম স্থিতিশীল রেখেছে। প্রতি ব্যারেল তেলের দাম ৫ দশমিক ৮৫ ডলার। যদিও প্রতিষ্ঠানটি লাইট ক্রুডের দাম অপরিবর্তিত রেখেছে, তবে মিডিয়াম গ্রেড ও হেভি গ্রেডের ক্রুডের দাম শূন্য দশমিক ২৫ ডলার বাড়ানো হয়েছে।
তবে এশিয়ার বাজারে প্রতি ব্যারেল তেলের দাম শূন্য দশমিক ৪০ ডলার বাড়তে পারে। ব্লুমবার্গের এক সমীক্ষায় এমনটাই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: তুরস্কে মুদ্রাস্ফীতি বেড়ে ৮৩ শতাংশ
এদিকে সৌদি আরামকো তাদের প্রধান বাজার এশিয়ায় তেলের দাম না বাড়ালেও যুক্তরাষ্ট্রের বাজারের সব গ্রেডের জন্য ব্যারেলপ্রতি শূন্য দশমিক ২০ ডলার দাম বাড়িয়ে দিয়েছে। অপরদিকে উত্তর-পশ্চিম ইউরোপের তেলের দাম কমানো হয়েছে। ইউরোপের বাজারের জন্য তেলের দাম ১ দশমিক ৮০ ডলার কমেছে।
গত মাসেও সৌদি আরামকো ইউরোপের জন্য তেলের দাম কমালেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাড়িয়েছিল।
এর আগে ৫ অক্টোবর ওপেক প্লাস তাদের উৎপাদন দৈনিক গড়ে ২ মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়।
সূত্র: ব্লুমবার্গ ও মার্কেটস ইনসাইডার
]]>




