করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের কারণে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (১২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যমগুলোতে এ খবর দেয়া হয়েছে।

সোমবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য বিভাগ এ মৃত্যুর খবর নিশ্চিত করে। মাঙ্কিপক্স রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)ও। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। রোগীর নাম-পরিচয়ও জানানো হয়নি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা খুব দুর্বল ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আর কোনও তথ্য প্রকাশ করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিরোধক্ষমতা খুবই দুর্বল এমন ব্যক্তিরা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ হয়ে থাকলে শুরুর দিকেই তাদেরকে চিকিৎসা নেয়া ও পরিচর্যাধীনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আর তাদের অসুস্থতার সময়ও চিকিৎসাসেবা প্রদানকারীদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।’

‘ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’-এর সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক উইলিয়াম শ্যাফনার বলেছেন, ‘ভাইরাস দেহে ঢুকে পড়ার পর রোগীর দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এ অবস্থায় ভাইরাসটি কয়েক গুণ বেড়ে যায় এবং সম্ভবত দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এটি ছড়িয়ে গিয়ে সেগুলোকে অকার্যকর করে ফেলেছে।’

মাঙ্কিপক্সে রোগীর মৃত্যু এখন পর্যন্ত খুবই বিরল। এ ভাইরাসে সাধারণত শিশু, গর্ভবতী ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতার মানুষ প্রায়ই আক্রান্ত হয়। যেমনটি এইচআইভি এইডসের ক্ষেত্রে হয়ে থাকে।

বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। প্রতিদিনই পাওয়া যাচ্ছে আক্রান্তের নতুন খবর। এরই মধ্যে বিশ্বের ৯৬টি দেশে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে, আর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের একজন নিয়ে ভাইরাসটিতে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

গত সোমবার নাগাদ যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমণের সন্দেহজনক কিংবা সংক্রমণ শনাক্ত হওয়া মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ২২ হাজারে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া রাজ্যে। রাজ্যটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ রোগী শনাক্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!