যুদ্ধে রাশিয়া-ইউক্রেনের ২ লাখ সেনা হতাহত
<![CDATA[
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর অন্তত এক লাখ রুশ সেনা হতাহতের শিকার হয়েছে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ জেনারেল মার্ক মিলি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বুধবার(৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা দ্য ইকোনমিক ক্লাব অব নিউইয়র্কের এক অনুষ্ঠানে মার্ক মিলি বলেছেন, তারা অনুমান করছেন একই পরিমাণ হতাহতের ঘটনা ইউক্রেনের ক্ষেত্রেও ঘটেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, জেনারেল মার্ক মিলি বক্তব্যের পর দীর্ঘ নয় মাস ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি টানার ক্ষেত্রে যেকোনো ধরনের আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
মিলি বলেন, ‘প্রথম বিশ্বযুদ্ধের আগে আলোচনার সুযোগ তৈরি হয়েছিল। সে সময় প্রত্যাখ্যাত হওয়ায় লাখ লাখ মানুষ হতাহত হয়েছিল।’
এ কারণে তিনি বলেন, ‘যখন আলোচনার সুযোগ থাকে, সেই মুহূর্ত কাজে লাগাতে হয়। তাতে শান্তি অর্জন করা যায়।’
মার্ক মিলি বলেন, এই যুদ্ধ বন্ধে আলোচনার সুযোগ রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে এখানে দুই পক্ষের কেউ হয়তো বিজয়ী নাও হতে পারে। আর যখন সামরিক উপায়ে বিজয় অর্জন সম্ভব নয়, তখন তা অবসানে অন্য উপায় নিয়ে ভাবতে হবে। সেক্ষেত্রে যুদ্ধ বন্ধে আলোচনাকে প্রাধান্য দিয়ে মিলি বলেন, ‘এখানে আলোচনার সুযোগ আছে।’
আরও পড়ু: খেরসন থেকে রুশ সেনাদের পিছু হটা নিয়ে ইউক্রেনের সংশয়
খেরসন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মিলি বলেন, ‘প্রাথমিক সূচকগুলোি থেকে বোঝা যায় যে রাশিয়া খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘এটি সম্পন্ন হতে সময় লাগতে পারে। তাদের এক বা দুই দিন লাগবে না, সম্ভবত পুরো সপ্তাহও লাগবে।’
মিলি বলেন, ‘ধারণা করা হচ্ছে, দিনিপার নদীর উত্তরে রাশিয়ার ২০ থেকে ৩০ হাজার সেনা এখনো রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে এখন পর্যন্ত ১৫ থেকে ৩০ মিলিয়ন ইউক্রেনীয় শরণার্থীতে পরিণত হয়েছে। এছাড়া ৪০ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। ওই অঞ্চলের মানুষ অনেক কষ্ট পাচ্ছে।’
]]>