যুব মহাসমাবেশ সফল করতে যুবলীগের বর্ধিত সভা
<![CDATA[
আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন ও সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ যুবলীগ ৪৩ নম্বর ওয়ার্ডের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর ) পুরান ঢাকার লালকুঠিতে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, যুব মহাসমাবেশ সফল করতে ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত হতে হবে। শৃঙ্খলার সঙ্গে যুবকদের বিশাল বহর নিয়ে ওই মহাসমাবেশে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে।
আরও পড়ুন: সামরিক আমলে সংবিধান বহুবার কচুকাটা হয়েছে, আর সুযোগ নেই: কাদের
৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, ৪২ নম্বর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুম, ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জয় সাহা প্রমুখ।
বর্ধিত সভা শেষে যুব মহাসমাবেশ সফল করতে একটি মিছিলও বের করে যুবলীগ নেতা-কর্মীরা।
আগামী ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাজের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
]]>




