'যেকোনো হুমকির জবাব পারমাণবিক হামলায় দেয়া হবে'
<![CDATA[
ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, যেকোনো হুমকির জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দেয়া হবে।
শুক্রবার (১৮ নভেম্বর) আইসিবিএম উৎক্ষেপণ করে উত্তর করিয়া। উত্তর কোরিয়ার ছোড়া হাওয়াসং-সেভেন্টিন আইসিবিএম ১৫ হাজার কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, কিম জং উন দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, শত্রুরা যদি হুমকি দিতে থাকে, তবে আমাদের সরকার পারমাণবিক অস্ত্র দিয়ে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে এবং সর্বাত্মক সংঘর্ষের মাধ্যমে সম্পূর্ণ মোকাবিলা করা হবে। কেসিএনএ আরও জানিয়েছে, হাওয়াসং-সেভেন্টিন সবচেয়ে শক্তিশালী এবং পরমাণু বোমা বহনে সক্ষম বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন, উদ্বিগ্ন এফবিআই
এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন যে, তার দেশ ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপের বিষয়ে দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। থাইল্যান্ডে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ বৈঠকে কিশিদা বলেন, ‘আমরা তাদের বলেছি এ ধরনের কর্মকাণ্ড একেবারেই সহ্য করা হবে না।’
এদিকে মিসাইল উৎক্ষেপণের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার জরুরি বৈঠক ডেকেছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র।
]]>




