খেলা

যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

<![CDATA[

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করে টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে চারে চলে যায় সাকিব বাহিনী। তবে এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। এজন্য রয়েছে তিন সমীকরণ।

বাংলাদেশের আরও তিনটি ম্যাচ বাকি আছে। রোববার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী। তারপর বুধবার (২ নভেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ লিগের শেষ ম্যাচ পরের রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে।

সেমির টিকিট পেতে এ ম্যাচগুলো জিততেই হবে সাকিবদের। যদিও টাইগারাদের সাম্প্রতিক ফর্মের বিচারে বিরাট অঘটন হতে হবে। এ ছাড়া সামনের তিন প্রতিপক্ষই বেশ শক্তিশালী।

প্রত্যেক দলের সমান সংখ্যক ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ -২’- এ বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে রয়েছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ২ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপরও সেমিফাইনালের টিকিট কাটার সুযোগ রয়েছে সাকিবদের জন্য।

আরও পড়ুন: সাকিবকে দুর্ভাগা মনে করেন শ্রীরাম

বাকি তিনটি ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে আট। তাহলে সেমিফাইনালে চলে যাবে টাইগাররা। এর মধ্যে ভারতে হারালে তাদের পয়েন্টও হবে সর্বোচ্চ ৮ (যদি রোহিত শর্মার দল বাকি ম্যাচগুলোতে জেতে)। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে ভারতের জয় চাইবে বাংলাদেশ। এতে দুই আফ্রিকার দলেরই পয়েন্ট সাতের বেশি হবে না। ফলে সেমিফাইনালে চলে যেতে পারবে ভারত ও বাংলাদেশ।

তবে যদি প্রোটিয়াদের কাছে ভারত হেরে যায়, তাতেও সেমিতে যেতে পারে বাংলাদেশ। আর সেক্ষেত্রে বাকি ম্যাচগুলো জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। এতে তাদের পয়েন্ট হবে ৯। আর ভারতের পয়েন্ট হবে ৬। তখন সবগুলো ম্যাচ জিতেছে ধরলে ৮ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন: এবারের বিশ্বকাপে অবাক করা রেকর্ড!

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতে গেলেও সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এক্ষেত্রে ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ে জিতে গেলে আর বাংলাদেশের কাছে হেরে গেলে তাদের পয়েন্ট হবে ৭। এতেও বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। কারণ সেক্ষেত্রে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬।

খাতা-কলমে সাকিবদের সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলেও বাস্তবে সেটা সম্ভব হবে কিনা, সেটা নিশ্চিত নয়। কারণ টাইগারদের পরবর্তী তিনটি ম্যাচই কঠিন প্রতিপক্ষ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!