যে একাদশ নিয়ে মাঠে নামছে পিএসজি-সৌদি অলস্টার
<![CDATA[
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে পিএসজি ও সৌদি অলস্টার একাদশ। এ ম্যাচে শুরুর একাদশেই স্থান পেয়েছেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্লাব পর্যায়ের একটা প্রীতি ম্যাচ নিয়ে এত উত্তেজনা হয়তো আগে কখনো দেখা যায়নি। দীর্ঘ দুই বছর পর মুখোমুখি হবেন সর্বকালের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকের মতে, এটিই তাদের শেষবারের মতো মুখোমুখি হওয়া।
পিএসজি একাদশ
কেইলর নাভাস, আশরাফ হাকিমি, মারকুইনহোস, সার্জিও রামোস, হুয়ান বারনেট, ফ্যাবিয়ান রুইজ, রেনেতো সানচেজ, কার্লোস সোলার, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।
আরও পড়ুন: মেসি-রোনালদো দ্বৈরথের ইতিকথা!
সৌদি অলস্টার একাদশ
ডেভিড ওসপিনা, মুসাব ফাজ, আলভারো গঞ্জালেজ, আলি আলবুলেইহি, মোহাম্মদ আল, তালিসা, কুয়েলা, কোনান, মারেগা, ক্রিস্টিয়ানো রোনালদো ও ইগহালো
]]>