যে কারণে সাজিদের ওপর চড়াও হলেন সালমান খান
<![CDATA[
বর্তমানে ভারতের জনপ্রিয় টেলিভিশন শো-র মধ্যে শীর্ষে রয়েছে কালারস চ্যানেলে সম্প্রচারিত বিগ বস টিভি শোটি। শো-টি বেশি জনপ্রিয়তা পেয়েছে মূলত বলিউড ভাইজান সালমানের উপস্থাপনার জন্য। সম্প্রতি তিনি আবারও চড়াও হয়েছেন ‘নিপীড়ক’ সাজিদের ওপর।
বিগ বস-এর নতুন সিজন ১৬ টিভি পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শো-টি। এবারের সিজন আরও আলোচনায় এসেছে অংশগ্রহণকারী সাজিদের জন্য।
বলিউডের একসময়ের জনপ্রিয় পরিচালক ছিলেন সাজিদ খান। তবে চারিত্রিক স্খলনের কারণে ধীরে ধীরে যেন নিজের অবস্থানকে আলগা করে দিয়েছেন তিনি। কুরুচিপূর্ণ ব্যক্তিকে বিগ বসে আনার পর থেকে এখনও জল ঘোলা হয়ে যাচ্ছেই।
আরও পড়ুন: কাকে বিয়ে করছেন কৃতি!
শনিবার (২৬ নভেম্বর) ‘বিগ বস ১৬’-এর এপিসোডে সাজিদকে নিয়ে বোমা ফাটান বলিউড ভাইজান। তিনি সাজিদকে বলেন, ‘তুমি বড় পরিচালক হতে পার, কিন্তু বিগ বস শো তুমি চালাচ্ছ না।’
হঠাৎ কেন সালমান খান রেগে গিয়ে এমন কথা বললেন, সে উত্তর অবশ্য পেয়েছেন দর্শকরা। সাজিদের উদ্ধত আচরণ ক্রমেই বাড়ছে বিগ বসের মঞ্চে।
শনিবারের টিভি শো-তে সাজিদকে দেখা যায়, উদ্ধত আচরণের পাশাপাশি অন্য অংশগ্রহণকারীদের বিগ বসের মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিতে।
প্রতিযোগী অর্চনা গৌতমের সঙ্গে বিবাদে জড়ানোর সময় এ হুমকি দেন পরিচালক ফারাহর ভাই সাজিদ। এমনকি বাবা-মাকে নিয়ে কুরুচিপূর্ণ বাক্যবিনিময় করতে দেখা যায় তাকে।
আরও পড়ুন: জীবনের অন্ধকার সময় নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ
এর আগেও সাজিদের ওপর চড়াও হতে দেখা গিয়েছিল সালমান খানকে। তখন সালমান সাজিদকে ‘দুমুখো সাপ’ বলেছিলেন।
‘বিগ বস ১৬’-এর অন্দরে সাজিদ কোনো নিয়মই ঠিকমতো মানেন না। খেলার নিয়মকানুনেও করেন কারচুপি। তার আচরণে নানা অসংগতি থাকায় সালমান শো-তে আরও বলেছিলেন, ‘বলছ এক, করছ আরেক। সময় এলেই আমি দরজা দেখাব এবার তোমায়।’ তবে সে দরজা সাজিদকে কবে দেখাবেন সালমান, তার জন্য দর্শকের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।
সূত্র: আনন্দবাজার
]]>




