যে কোনো সময় বন্ধ হবে দেশের অধিকাংশ ব্যাংক: গয়েশ্বর
<![CDATA[
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পাঁচ থেকে সাতটি ব্যাংক ছাড়া দেশের সব ব্যাংক দেউলিয়াত্ব অবস্থায় আছে। যে কোনো সময় বন্ধ হয়ে যাবে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আদালত ব্যবহার করে বিরোধীমতশূন্যে অপচেষ্টা চালাচ্ছে সরকার: গয়েশ্বর
দেশের বিচার বিভাগ স্বাধীন নয় উল্লেখ করে তিনি বলেন, একজন বিচারক যখন তাদের চাকরি রক্ষা করতে ব্যস্ত থাকে, তখন বর্তমান বিচার বিভাগের মাধ্যমে দেশে আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়। যার কারণে বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীরা ন্যায়বিচার পাচ্ছেন না।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে জনগণের ভোটাধিকার উদ্ধার করা বিএনপির মুল লক্ষ্য।
আরও পড়ুন: বিএনপির ২৭ দফা কেন, জানালেন খসরু
রাজশাহী জেলা ও নগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিএনপি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
]]>




