যে নামে পরিচিত হবেন নতুন ব্রিটিশ রাজা
<![CDATA[
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার ছেলে চার্লস। তিনি রাজা তৃতীয় চার্লস হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন। বৃহস্পতিবার রাতে এমন ঘোষণাই দেয়া হয়েছে। শিগগিরই শোকহত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেবেন।-খবর রয়টার্সের
দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ এক মহান উত্তরাধিকার রেখে গেছেন। হাজার বছরের রীতি অনুসারে নতুন রাজা দায়িত্ব গ্রহণ করবেন। আমাদের নতুন শাসক, নতুন রাষ্ট্রপ্রধান মহামান্য রাজা তৃতীয় চার্লস।
তিনি বলেন, তার মায়ের মৃত্যুতে রাজ পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। তার প্রতি আমরা আনুগত্য ও ভক্তি প্রকাশ করছি। যেমনটি বহু বছর ধরে তার মায়ের প্রতি করে এসেছি। ঈশ্বর নতুন রাজাকে রক্ষা করুন।
ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনকাল ছিল ৭০ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার বাকিংহাম প্রাসাদ থেকে তার মৃত্যুর খবর দেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বালমোরালে শান্তিতে মারা গেছেন ব্রিটিশ রানি।
আরও পড়ুন: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই
অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ আরও ১৪টি রাষ্ট্রের প্রধান হলেন ব্রিটিশ রাজা ৭৩ বছর বয়সী চার্লস। মায়ের মৃত্যুর সময় তিনি পাশেই ছিলেন। এরআগে দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসক উদ্বেগ প্রকাশ করলে তার পাশে অবস্থান করতে বালমোরাল প্রাসাদে চলে যায় পরিবার। গেল বছরের শেষ দিক থেকে তিনি এপিসোডিক মোবিলিটি প্রবলেমসে ভুগছিলেন।
যে কারণে সব ধরনের রাজকীয় কর্মকাণ্ড থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে নেন। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তিনি ব্রিটিনের সিংহাসনে বসেন। তখন তার বয়স ছিল ২৫ বছর।
মেইল অনলাইনের খবর বলছে, সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চলতি বছরে তার সিংহাসনের আরোহনের রজতজয়ন্তী পালন করা হয়েছে।
আরও পড়ুন: ব্রিটেনের নতুন রাজা চার্লস
২০২১ সালের এপ্রিলে তার স্বামী ফিলিপ ৯৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। বিভিন্ন রাজকীয় কার্যক্রম থেকেও নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।
]]>




