বিনোদন

যে রেকর্ড গড়লেন রোহিত-সূর্যকুমার

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের পর পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান করে রোহিতদ শর্মার দল। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে দুর্দান্ত জয় পায় প্রোটিয়ারা। এ ম্যাচে হারের পরও দারুণ রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

ভারতের ব্যাটিং মহারথীদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সূর্যকুমার যাদব। ৬৮ মিনিট ক্রিজে থেকে ৪০ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। ৬টি চার ও ৩টি ছয় হাঁকান সূর্য। আর এই ইনিংস খেলেই রেকর্ডবুকে নিজের নাম তুলে নিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে প্রথম ভারতীয় হিসেবে করে ফেলেছেন ১০০০ রান।

তার আগে এই নজির রয়েছে মাত্র একজন ক্রিকেটারের। গত বছর ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তার ঝুলিতে ছিল ১২টি অর্ধশতরান।

নীল জার্সিতে টি-টিয়োন্টি ক্রিকেটে এগিয়ে যাচ্ছেন ভারতের ‘মিস্টার ৩৬০’। মুম্বাইয়ের ৩২ বছর বয়সী তারকা ক্রিকেটার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের তিন নম্বর ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন সূর্য।

আরও পড়ুন: পরাজিত হলে সমর্থন বেশি দরকার টাইগারদের

ঠান্ডা মাথায় বোলারদের ‘খুন’ করা সূর্যের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ৩ ম্যাচে তার রান ছিল ১১৫। সর্বাধিক রান করেছিলেন হায়দরাবাদে। ৩৬ বলে ৬৯ রান। গড় ৩৮.৩৩। স্ট্রাইক রেট ১৮৫.৪৮।

এ ছাড়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়লেন অধিনায়কও। লঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশানকে টপকে গেলেন রোহিত শর্মা। শুধু টপকেই গেলেন না, এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিনি। বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। রোববার টি- টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামার সঙ্গে সঙ্গেই তিনি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।

আরও পড়ুন: টাইগারদের খেলার ধরন বদলানো দরকার: আজিজ খান

এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬টি ম্যাচ খেলছেন রোহিত শর্মা। এই তালিকায় দুই নম্বরে রয়েছেন তিলকরত্নে দিলশান। লঙ্কান তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৩৫টি ম্যাচ খেলেছেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৪টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া পাক কিংবদন্তি শহীদ আফ্রিদি, টাইগার সাকিব আল হাসান, পাকিস্তানের শোয়েব মালিকও ৩৪টি করে ম্যাচ খেলেছেন। আর তাই এই তালিকায় সবাইকেই ছাপিয়ে গেছেন ভারত অধিনায়ক। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!