যৌথভাবে সেনা মোতায়েন করছে রাশিয়া-বেলারুশ
<![CDATA[
রাশিয়ার সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে বেলারুশ। সোমবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে যৌথভাবে সেনা মোতায়েনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, দেশের (বেলারুশের) পশ্চিমাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জবাবে যৌথ মিলিটারি টাস্ক ফোর্স মোতায়েন করবে তার দেশ। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা’র বরাত দিয়েছে আল জাজিরা এ খবর জানিয়েছে।
লুকাশেঙ্কো বলেন, চলতি সপ্তাহে ক্রিমিয়া দ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পরই যৌথভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে নতুন করে এসব সেনা কোথায় মোতায়েন করা হচ্ছে তা জানাননি তিনি। নিরাপত্তা ইস্যুতে আয়োজিত এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, বেলারুশের ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন।
পশ্চিমের দিকে লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের মনিবরা কিয়েভকে দিয়ে বেলারুশের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধ শুরু করে সেটিতে আমাদেরও জড়াতে চাইছে। তিনি বলেন, কয়েক দশক ধরে আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। প্রয়োজন হলে আমরা পদক্ষেপ নেব।
আরও পড়ুন: পুতিন সমালোচককে মানবাধিকার পুরস্কার
তিনি বলেছেন, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে এই পরিস্থিতি নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। একটি আঞ্চলিক যৌথ সামরিক গ্রুপ মোতায়েনের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি একমত হয়েছেন। দুই দিন আগে সেনারা জড়ো হতে শুরু করেছে।
বেলারুশের সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৬০ হাজার। এই বছরের শুরুতে দেশটি ৬ ব্যাটালিয়ন-ট্যাকটিক্যাল গ্রুপ, সব মিলিয়ে কয়েক হাজার সেনা, সীমান্ত এলাকায় মোতায়েন করেছে। রোববার (৯ অক্টোবর) বেলারুশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান অভিযোগ করেন, সীমান্তে উসকানি দিচ্ছে ইউক্রেন।
]]>