যৌন হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষক অবরুদ্ধ
<![CDATA[
শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের কাপসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করা হয়।
রোববার (০১ জানুয়ারি) সকাল থেকে স্কুলের সামনে দাঁড়িয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন শত শত শিক্ষার্থী। অংশ নেন অভিভাবকরাও। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থীরা বলে, ‘নানা সময় ওই প্রধান শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানি করেন। ছাত্রীদের বার বার অভিযোগ করার পরও প্রতিকার না হওয়ায় এ আন্দোলন। ওই প্রধানশিক্ষকের অপসারণ চাই আমরা।’
অভিভাবকরা জানান, প্রধান শিক্ষকের কাছে নিরাপদ না থাকলে নিরাপত্তা কোথায়? তারা ওই প্রধান শিক্ষককে অপসারণ দাবি করেন।
আরও পড়ুন: রাবিতে শিক্ষক লাঞ্ছিত: অভিযুক্ত ছাত্রলীগ নেতা বহিষ্কার
অভিযুক্ত প্রধান শিক্ষক আলা উদ্দিনের দাবি, ভর্তি বাণিজ্য করতে না পেরে একটি পক্ষ তার বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে। তাকে সরাতে চাচ্ছে। একটি পক্ষ তার বিরুদ্ধে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে।
ওয়ার্ড কাউন্সিল নুর মোস্তফা টিনু বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
গত এক সপ্তাহ ধরে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিল শিক্ষার্থীরা। পরে মেয়রের কাছে লিখিত অভিযোগও করেন তারা।
]]>