বিনোদন

রংপুরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির

<![CDATA[

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। আগামী ৭ দিনের মধ্যে পুলিশ হয়রানি, তল্লাশির নামে নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর বন্ধ না করলে আন্দোলনের মধ্য দিয়ে রংপুরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নগরীর গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে রংপুর জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার আহবায়ক সাইফুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। 

 

সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়ে ১৫০ জন নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে। বিক্ষোভ মিছিল থেকে ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে। পাশাপাশি ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫৫০ জনকে আসামি মামলা করে। এ মামলায় নেতাকর্মীসহ সাধারণ মানুষকেও পুলিশ হয়রানি করছে।’

লিখিত বক্তব্যে তিনি বলনে, ‘ক্ষমতার সীমাহীন লিপ্সায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। এরা জনগণের ইচ্ছাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। বিনা নির্বাচনে বারবার ক্ষমতায় থাকতে গিয়ে ওরা আত্মবিশ্বাস হারিয়েছে। আওয়ামী নিশিরাতের সরকার যে গুম, খুনের হোতা সে বিষয়টি সুপ্রতিষ্ঠিত জনগণের মুখে মুখে। সব অপকর্ম করে মিথ্যার বাড়াবাড়ি দিয়ে কোনো বিজয় অর্জন হতে পারে না। আসলে দেশের ওপর চলছে আওয়ামী বেপরোয়া দখলদারি।’

আরও পড়ুন: সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

রাষ্ট্রীয় সংগঠন ও আওয়ামী লীগ এখন অভিন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করার জন্য অবৈধ অস্ত্রধারী যুবলীগ, ছাত্রলীগ এবং রাষ্ট্রীয় সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এভাবেই অবৈধ শাসকগোষ্ঠী বাংলাদেশকে এক বিপজ্জনক চোরাবালির মধ্যে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ দিয়ে হামলা করে বিরোধী মতের নেতা কর্মীদের গুলি করে পঙ্গু করা হচ্ছে।’

এ সময় আগামী ৭ দিনের মধ্যে পুলিশ হয়রানি, তল্লাশির নামে নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর বন্ধ না করলে আন্দোলনের মধ্য দিয়ে রংপুরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!