রংপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
<![CDATA[
কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ শীর্ষ নেতাদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় গ্র্যান্ড হোটেল মোড়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ বের করলে শুরুতেই কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে পুলিশি ব্যারিকেটের মুখে পড়ে সমাবেশটি। পরে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের গলিতে ব্যারিকেড অবস্থায় বিক্ষোভ ও মিছিল সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন: বিএনপির সমাবেশ কোথায় হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সমাবেশে রংপুর জেলা ছাত্র দলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল বক্তব্যে দেন। তিনি বলেন, বার বার বিএনপির নেতাদের ওপর ছাত্রলীগ হামলা করছে। এর প্রতিবাদে আমরা সরকারের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে খালেদা জিয়ার অতি দ্রুত মুক্তি কামনা করছি।
এ সময় রংপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সমাবেশটি কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে পুলিশি বেরিকেডে গিয়ে শেষ হয়।
]]>