বিনোদন

রংপুরে দোয়া চেয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

<![CDATA[

ফুটবল বিশ্বকাপজ্বরে কাঁপছে বিশ্ব। বাংলাদেশেও উন্মাদনার কমতি নেই। আসরের অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনার বিজয় কামনা করে দোয়া প্রার্থনা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে রংপুরের আর্জেন্টিনা ফ্যানস ক্লাব নামে একটি সংগঠন।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বাদ্যযন্ত্রের তালে তালে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নাচ-গান আর জার্সি গায়ে শতাধিক আর্জেন্টিনার সমর্থক অংশ নেয়।

শোভাযাত্রায় বাংলাদেশের পতাকার পাশাপাশি বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা বহন করা হয়। নারী শিশু ও তরুণরা শোভাযাত্রায় নেচে গেয়ে প্রিয় দলের জন্য বিজয় কামনা করেন।

আর্জেন্টিনা দলের সমর্থক লিমন মিয়া বলেন, ব্রাজিল পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমরা আর্জেন্টিনার ভক্ত। কারণ আমাদের মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় রয়েছে।

আরও পড়ুন: ১৫শ’ ফুট পতাকায় রাস্তা দখলে নিল আর্জেন্টিনা সমর্থকরা!

দলটির আরেক সমর্থক ইউনুস আলী বলেন, আর্জেন্টিনার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছি। এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয় হবে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সভাপতি আফজাল হোসেন বলেন, আমরা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা প্রিয় দলের জয় কামনা করে র‌্যালি করেছি। আশা করি এবার কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!