রংপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
<![CDATA[
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে পড়ে জোবায়ের হোসেন জিসান (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জিসান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীত পাশের সেন্ট্রাল রোড এলাকার আলাউদ্দিন হোসেনের ছেলে এবং রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃষ্টির মধ্যে খেলার জন্য জিসানসহ তার বন্ধুরা পলিটেকনিকের মাঠে যায়। খেলা শেষে পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে থাকা পুকুরে গোসল করতে নামে জিসান। বন্ধুরা ওই পুকুরে গোসল করতে নিষেধ করলেও শোনেনি সে। পরবর্তীতে মুহূর্তেই জিসান তলিয়ে যায়। পরে তার বন্ধুরা নিরাপত্তাকর্মীদের ডাকলে জিসানকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।
আরও পড়ুন: নেত্রকোনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
রাসেল আহমেদ বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের এই পুকুরে মৃত্যুর ঝুঁকি আছে উল্লেখ করে পূর্বেই গোসল কিংবা সাঁতার কাটার নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।
জিসানের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি।
]]>




