রংপুরে মাদক কারবারিসহ গ্রেফতার ৩
<![CDATA[
রংপুরের বিভাগের বিভিন্ন জেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. দ্বীন ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন জায়গায় তিনটি উল্লেখযোগ্য অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩’র অধিনায়ক বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তুষভাণ্ডারের মো. দ্বীন ইসলামকে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে ৫১ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় থাকেন না। বিগত কয়েক বছর যাবত দ্বীন ইসলাম পলাতক ছিলেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি কুষ্টিয়া জেলায় বসবাস করতেন। ২০২২ সালের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। দ্বীন ইসলাম দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত। তিনি উত্তরবঙ্গের মাদকের গডফাদার হিসেবে পরিচিত।
আরও পড়ুন: কক্সবাজারে মাদক মামলায় ৪ জনের সাজা
রেজা আহমেদ ফেরদৌস আরও বলেন, র্যাবের নীলফামারী ক্যাম্প সিপিসি-২ অভিযানে সিপাইয়ের পাড়া এলাকা থেকে এটিএম শাকিল আহমেদ ওরফে শাহীন (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করে। তিনি সাজাপ্রাপ্ত আসামি।সাধারণ মানুষকে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে এটিএম শাকিল আহমেদ ওরফে শাহীন প্রতারণা করে আসছিলেন। তিনি বগুড়া জেলার বাসিন্দা। বিভিন্ন প্রতারণা মামলায় তাকে পাঁচ বছর কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এ ছাড়াও মাদক নির্মূল অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানার টেপারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার সন্ধ্যায় জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আনারুল ইসলাম (৩২) কে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
]]>




