বিনোদন

রংপুর মেডিকেলের ৩ কর্মকর্তাকে বদলি

<![CDATA[

এবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) উপপরিচালক আব্দুল মোকাদ্দেমসহ তিন কর্মকর্তাকে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মেডিকেলের পরিচালক ডা. শরীফুল ইসলাম বদলির এ খবর রোববার দুপুরে নিশ্চিত করেছেন।

রমেকের উপপরিচালক আব্দুল মোকাদ্দেমকে রাজধানী ঢাকার মহাখালিতে স্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয়ে ওএসডি করে চিঠি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন। একই সঙ্গে সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরীকে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সিনিয়র লেকচারার এবং সহকারী পরিচালক আরশাদ হোসেনকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সুপারিনটেনডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।

ওই চিঠির বরাত দিয়ে মেডিকেলের পরিচালক ডা. শরীফুল ইসলাম জানান, আদেশপ্রাপ্তরা ৭ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার এই নির্দেশ পালন না করলে এ আদেশই সরাসরি অব্যাহতির আদেশ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: কর্মচারীদের জুতাপেটা করা সেই এসি ল্যান্ডকে বদলি

অভিযোগ রয়েছে, গত ১৭ সেপ্টেম্বর খোদ হাসপাতালের অর্থ-সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এবিএম রাশেদুল আমীরের মা হাসপাতালে ভর্তি হতে গেলে তাকে জিম্মি করে বাড়তি ফি আদায় করে হাসপাতালের সিন্ডিকেটের লোকজন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশ হলে হাসপাতাল কর্তৃপক্ষসহ নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়ও। ঘটনা তদন্তে শক্তিশালী একটি কমিটি গঠনের পাশাপাশি গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালের চুক্তিভিত্তিক দুজন কর্মচারী মাসুদ হোসেন ও ঝর্ণা বেগমকে সাময়িক বরখাস্ত এবং একজন ওয়ার্ড মাস্টার ছাড়াও চতুর্থ শ্রেণির ১৫ জন কর্মচারীকে বদলি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর হাসপাতালে ‘অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করে সম্মিলিত চিকিৎসক সমাজ। মানববন্ধন থেকে দ্রুত হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এ কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসকরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!