রক্তদানে উৎসাহ বাড়াতে সন্দ্বীপে বর্ণাঢ্য র্যালি-আলোচনা সভা
<![CDATA[
সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ব্লাড ফাইটার্স’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাউথ সন্দ্বীপ কলেজ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, এদিন সকালে সাউথ সন্দ্বীপ হাইস্কুল গেট থেকে কলেজ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আরমান জাবেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান ইমনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেডিকেল সেন্টারের ম্যানেজার শরীফ সাইফুল্লাহ, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার মো. আকবর হোসেন, বাংলাদেশ ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল হাসান, কবি ও প্রাবন্ধিক মোস্তাফা হায়দার, ব্যাংকার এরশাদ উল্লাহ, দেলোয়ার হোসেন প্রমুখ।
আরও পড়ুন: উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়েই যাতায়াত সন্দ্বীপের লাখো বাসিন্দার
সংগঠনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক নজরুল নাঈম বলেন, আমরা চাই বাংলাদেশের ঘরে ঘরে রক্তদাতা তৈরি হোক। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইয়ুথ ব্লাড ফাইটার্স। এছাড়াও আমরা রক্তদাতা তৈরি ও রক্তদানে উৎসাহিত করতে স্কুল-কলেজ ও উল্লেখযোগ্য স্থানভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।
সন্দ্বীপের স্বেচ্ছাসেবকদের এমন মানবিক সব কার্যক্রমের প্রশংসা করে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, ইয়ুথ ব্লাড ফাইটার্সের সদস্যরা যেভাবে কাজ করে যাচ্ছেন এবং রোগীদের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।
রক্তদানে উৎসাহিত করতে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রদর্শনীরও আয়োজন করা হয়। সবশেষে কেক কেটে ইয়ুথ ব্লাড ফাইটার্সের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়।
]]>




