রক্তমাখা শার্ট ধরিয়ে দিল তাদের
চট্টগ্রামের পতেঙ্গায় তুচ্ছ ঘটনার জের ধরে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের পতেঙ্গায় তুচ্ছ ঘটনার জের ধরে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে বন্দরনগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ক্লুলেস এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি রক্তমাখা শার্টের সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ।
জানা গেছে, পুলিশের অভিযানে আটক হওয়া আলমগীরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের এ সদস্যরা নিয়মিত পতেঙ্গা খেজুরতলা এলাকায় মাদক সেবনের পাশাপাশি ছিনতাই করতো। স্থানীয়ভাবে তারা গামপার্টি হিসেবেই পরিচিত। ঠিক ওই এলাকায় রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় যেমন পুলিশ নিশ্চিত হতে পারছিল না, তেমনি হত্যাকাণ্ডের মোটিভ নিয়েও ছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত সোমবার সন্ধান মেলে হত্যাকারীদের।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া আলমগীর ঘটনার পর পরই দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার রক্তমাখা শার্ট দেখে ফেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরবর্তীতে ওই রক্তমাখা শার্টের ক্লু ধরে এগোতে থাকে পুলিশ। মূলত ছিনতাই করতে গিয়ে কোনোরকম জিনিসপত্র না পেয়েই ছুরিকাঘাতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে কিশোর গ্যাংয়ের লিডার আলমগীর।
এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্য হলেও এদের প্রত্যেকের বয়স ১৮ বছরের বেশি বলে জানিয়েছে পুলিশ।




