রক্তের যে পরীক্ষায় শনাক্ত হবে ক্যানসার
<![CDATA[
স্বাস্থ্যভিত্তিক মার্কিন অলাভজনক সংস্থা পাথফাইন্ডারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অসুস্থতার কোনো সুস্পষ্ট উপসর্গ দেখা দেয়ার আগেই রোগীর দেহে একাধিক ক্যানসারের ধরণ শনাক্ত করতে পারে সাধারণ একটি রক্ত পরীক্ষা।
গবেষণাটি পরিচালনা করা হয়েছে প্রাপ্তবয়স্ক ৬ হাজার মানুষের ওপর, যাদের সবার বয়স ৫০ বছরের বেশি। গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, অসুস্থতা শনাক্ত করার পাশাপাশি ‘গ্যালেরি টেস্ট’ নামের এ পরীক্ষাটি ক্যানসারের অবস্থান সম্পর্কেও পূর্বাভাস দেয়, যা ক্যানসার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আরও চিকিৎসা ত্বরান্বিত করতে চিকিৎসকদের সহায়তা করে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা দফতর গ্যালেরি টেস্টকে অভিহিত করেছে ‘গেমচেঞ্জার’ হিসেবে। আগামী বছর ১ লাখ ৬৫ হাজার মানুষের ওপর এই পরীক্ষা চালানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: ক্যানসারের নতুন চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকরা
পাথফাইন্ডারের গবেষণায় ৬ হাজার ৬২১ জন প্রাপ্তবয়স্কের রক্ত পরীক্ষায় ৬ হাজার ৫২৯ জনের ফল নেগেটিভ এসেছে। তবে ৯২ জনের মধ্যে সম্ভাব্য ক্যানসার শনাক্ত হয়েছে। এ ছাড়া ৩৬ জনের শরীরে টিউমার ও ব্লাড ক্যানসার এবং একজন নারীর দেহে একই সময়ে দু-ধরনের ক্যানসার ধরা পড়ে।
সিনিয়র গবেষক ফ্যাব্রিস আন্দ্রের মতে, এ ধরনের গবেষণা ক্যানসার শনাক্ত করা এবং রোগীদের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথফাইন্ডারের গবেষণার ফল এ সংক্রান্ত চিকিৎসায় আমাদের আরও সহায়তা করবে।
তিনি আরও বলেন, এই পরীক্ষার ফল সম্পূর্ণরূপে মূল্যায়ন করার জন্য আমাদের বৃহত্তর গবেষণার প্রয়োজন।
]]>