রঙিন চুলের যত্ন নিতে কী করবেন
<![CDATA[
অনেকেই নিজেকে ফ্যাশনেবল করে তোলার জন্য চুলকে রঙিন করে সাজাতে ভালোবাসে। কেউ চুলকে রঙিন করতে বেছে নিচ্ছেন পার্লারকে আবার কেউ তা করে নিচ্ছেন বাড়িতেই। কিন্তু সাধের রং যেন এক মাসেই ফিকে হয়ে তো যায়ই, এর সঙ্গে চুলকেও করে তোলে মলিন। তাই রঙিন চুলের ক্ষেত্রে কী কী করা যাবে না, তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে।
যদিও কালো চুলের সৌন্দর্যকে অগ্রাহ্য করা যাবে না কোনো দিন। কিন্তু বর্তমান ফ্যাশনের হাওয়ায় চুলের সৌন্দর্যে জায়গা করে নিয়েছে রঙিন চুলও। স্বাভাবিক চুলের তুলনায় রঙিন চুলে যত্নের প্রয়োজন হয় খানিকটা বেশি।
আরও পড়ুন: চোখের নিচের কালো ও ফোলাভাব দূর করবেন যেভাবে
যত্নের ক্ষেত্রে অবশ্যই চুলের ধরন এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চুলের ধরন না বুঝে চুলের যত্নে কোনো লাভ পাওয়া যায় না। এর জন্য স্বাভাবিক, শুষ্ক ও তৈলাক্ত রঙিন চুলে প্রথম দুই মাস প্রতিদিন হালকা ও রং প্রতিরোধক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
রং করা চুল রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে শুষ্ক হয়ে যায় তাই স্মুদিং করাতে হবে। এ ছাড়া স্বাভাবিক ও রঙিন উভয় ধরনের চুলের ক্ষেত্রেই ডিমের সাদা অংশ ও মধু ব্যবহার খুবই উপকারী হবে।
চুলে রং করার পর পরই শ্যাম্পু করবেন না। এতে চুলে রং বসার আগেই তা হালকা হয়ে যায়। তাই রং করার অন্তত ৪৮ ঘণ্টা পার করে শ্যাম্পু করুন।
চুলের কালার দীর্ঘদিন ধরে রাখতে চাইলে চুলে ঠাণ্ডা পানি ব্যবহার করুন। রংকে দীর্ঘস্থায়ী করতে শাওয়ারের নিচে দীর্ঘক্ষণ মাথা রাখবেন না। বরং চুলে পানি দিতে ব্যবহার করতে পারেন মগ। যারা চুলে কালার ব্যবহার করেন তারা ঘন ঘন শ্যাম্পু করবেন না। কারণ বারবার শ্যাম্পু করলে চুলের কালার দ্রুত নষ্ট হয়ে যায়।
রঙিন চুলে কী ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন, তা অত্যন্ত জরুরি। সালফেট যুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। এ ছাড়াও এই ধরনের শ্যাম্পু দীর্ঘদিন ব্যবহার করা আপনার চুলের পক্ষেও ভালো নয়। তাই রং করানোর পর বিশেষ শ্যাম্পু ব্যবহার করুন।
আরও পড়ুন: মুখের লোমকূপের ছিদ্র ছোট রাখতে যা করবেন
রং করানোর পর চুল একটু রুক্ষ হয়ে যায়। তাই অনেকে খুব তাড়াতাড়ি আরও নানা রকম রাসায়নিক ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তাতে চুলের রং ফিকে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুলের গঠনেরও বারোটা বেজে যায়। তাই চুলকে সুন্দর রাখতে পার্লারের চেয়ে বাড়িতেই চুলের যত্ন নিতে চেষ্টা করুন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
]]>




