রঞ্জনার নিথর দেহ পড়ে ছিল মেঝেতে
<![CDATA[
রাজধানীর রায়েরবাগ গ্যাস রোডের একটি বাসায় রঞ্জনা (২৫) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে রঞ্জনার চাচা মিলন মোল্লা জানান, তাদের বাড়ি ফরিদপুর সদরপুর উপজেলার মানারচর গ্রামে। রঞ্জনার বাবার নাম হারুন মোল্লা। ৩ বছর আগে এক বাসচালককে বিয়ে করে রায়েরবাগ গ্যাস রোডের একটি বাসায় থাকতেন রঞ্জনা। মাঝে মাঝে এই বাসায় এসে থাকতেন স্বামী। গত রোববার (১৬ অক্টোবর) সে সবশেষ এসছিল।
মিলন মোল্লা আরও জানান, গতকাল রঞ্জনার ছোট ভাই রাসেল গ্রাম থেকে প্রথমে চাচার বাসায় আসেন। এরপর সেখান থেকে সকালে বোন রঞ্জনার বাসায় গিয়ে দেখেন, বাসায় অনেক লোকজনের ভিড়; মেঝেতে পড়ে আছেন তিনি। তখন চাচাকে খবর দিলে তারা দুজন মিলে রঞ্জনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>




