রমজানে দাম বাড়বে না ভোজ্যতেলের, আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
<![CDATA[
রমজান মাসকে সামনে রেখে বর্তমান অবস্থা বিবেচনায় ভোজ্যতেলের দাম আর বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম তেমন একটা বাড়েনি মন্তব্য করে মন্ত্রী বলেন, সয়াবিন তেল ও পাম তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, এমন নয়। ভোজ্যতেলের দাম ভালো অবস্থায় রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে দাম আগামীতে বাড়বে না।
তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে দামের ওপর প্রভাব পড়তে পারে, এ আশঙ্কা করে তিনি বলেন, বিনিময় হারের যে প্রবণতা আমরা দেখছি, সেটির ভালোর দিকেই আছে। আমরা আজকে মূলত রমজান মাসকে সামনে রেখেই আলোচনা করেছি। তাতে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে যে অবস্থা আছে, তাতে সমস্যা হওয়ার কথা নয়।
আরও পড়ুন: রমজানে ৬ পণ্য মজুতের ব্যবস্থা করা হবে: বাণিজ্যমন্ত্রী
চিনির দাম অন্যান্য পণ্যের তুলনায় একটু বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিনির ওপর শুল্ক কমানোর জন্য একটি চিঠি পাঠানো (এনবিআর) হবে।’
পেঁয়াজ, ছোলা ও খেজুরের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের দাম তেমন একটা বাড়েনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার বিষয়ে কিছু সমস্যা আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সেটি নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবো। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান করতে পারব।
]]>




