রসিক নির্বাচন: আপিল আবেদনের শেষ দিন রোববার
<![CDATA[
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ক্রটিপূর্ণ মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন রোববার (৪ ডিসেম্বর)। এ ছাড়া আগামী বুধবার (৭ ডিসেম্বর) সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে।
শনিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তার কাছে আপিল দায়েরের অনুরোধ জানান। তিনি বলেন, জমাপড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা যেসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন, এই আদেশে সংক্ষুব্ধ প্রার্থীরা তা বাতিলের আবেদন করতে পারবেন।
বর্তমান দুই কাউন্সিলর জাকারিয়া হোসেন শিপলু ও আবুল কালাম আজাদসহ ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুনানি শেষে আগামী বুধবার (৭ ডিসেম্বর) জমাপড়া আপিলের বিষয়ে নিষ্পত্তি হবে। উপস্থাপিত যুক্তি-প্রমাণ সঠিক হলে বাদ পড়া প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাঁধা থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তা।
কমিশন জানিয়েছে, মেয়র পদে ১০টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯টি এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ১৯৮টি মনোনয়পত্র জমা পড়ে। এরমধ্যে মেয়র পদে সবকটি মনোনয়নপত্রকেই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
আরও পড়ুন: রসিক নির্বাচনে মোট বৈধ প্রার্থী ২৪১, বাতিল ৩৬
জানা যায়, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করা, খেলাপি ঋণ, বিল খেলাপি, মামলা-মোকদ্দমা, শিক্ষাগত যোগ্যতাসহ হলফনামায় ত্রুটিপূর্ণ তথ্যের উল্লেখসহ সুস্পষ্ট কারণ উল্লেখ করে মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন। এর আগে ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের কথা রয়েছে। এ ছাড়া ২২৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৭ সালের নির্বাচনেও ইভিএমও ভোট দেন রংপুর সিটির ভোটাররা। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইভিএম নিয়ে কারও কোন অভিযোগ ছিল না।
]]>




